প্রবারণা পূর্ণিমার দিন রাজনৈতিক কর্মসূচি, প্রত্যাহারের আহ্বান বৌদ্ধ সম্প্রদায়ের

সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা সংবাদ সম্মেলন করে শনিবারের কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। ঢাকা, ২৩ অক্টোবর
ছবি: প্রথম আলো

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ আগামী শনিবার। ওই দিন প্রধান রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা।

আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শনিবার বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হবে। রাজনৈতিক দলগুলো অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত একই দিনে কর্মসূচি ঘোষণা করেছে। যা সাধারণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মনে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ভীতির সঞ্চার করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের প্রত্যাশা আগামী শনিবার দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় তিথির গুরুত্বের কথা বিবেচনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনাকে উজ্জীবিত রাখার প্রত্যয়ে রাজনৈতিক নেতারা এই আহ্বান আন্তরিকতার সঙ্গে নেবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, বাড্ডা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথেরো ও প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের মহাসচিব ও কুশলি মিহির বড়ুয়াসহ সদস্যরা।

উল্লেখ্য, আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন আওয়ামী লীগও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায়। এ নিয়ে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।