খিলক্ষেতের মস্তুল মৌজার প্রায় ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা, ১৮ এপ্রিল
খিলক্ষেতের মস্তুল মৌজার প্রায় ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা, ১৮ এপ্রিল

খিলক্ষেতে ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রায় ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি একটি আবাসন প্রতিষ্ঠানের দখলে ছিল। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করা হয়।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খিলক্ষেতের মস্তুল মৌজায় খাস খতিয়ানে রেকর্ড জমিটি দীর্ঘদিন ধরে নাসা গ্রুপের অবৈধ দখলে ছিল। আজ জমিটি উদ্ধার করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। এসব জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান। এ সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।