রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ বেলা একটার দিকে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েনের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ চলছে।
আগুনে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থল থেকে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।