ঢাকা বিশ্ববিদ্যালয়

গেস্টরুমে অচেতন ভুক্তভোগী ছাত্র তদন্ত কমিটির কাছে যাচ্ছেন না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ‘গেস্টরুম’ কর্মসূচিতে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়েছিলেন শিক্ষার্থী নিয়ামুল ইসলাম। কিন্তু এ ঘটনা তদন্তে হল কর্তৃপক্ষের গঠিত কমিটির ডাকে তিনি সাড়া দিচ্ছেন না। তাঁর সহপাঠীদের ধারণা, ছাত্রলীগের ‘চাপে’ তিনি মুখ খোলার সাহস পাচ্ছেন না।

নিয়ামুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

তদন্ত কমিটির প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ মিরান আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নিয়ামুল ইসলামকে আজ তিনবার ফোন করেছি, কিন্তু ফোনে পাইনি। গতকাল বুধবার হল প্রাধ্যক্ষও ফোন করেছিলেন, কিন্তু পাননি। ভুক্তভোগীর বক্তব্য আমাদের শুনতে হবে। কিন্তু তাঁকে ফোনে পাচ্ছি না। তাঁর পক্ষ থেকে কোনো অভিযোগও দাখিল করা হয়নি। আমাদের সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে, আমরা কাজ করছি।’

নিয়ামুলের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নিয়ামুল খুব চাপের মধ্যে আছে। ‘বড় ভাইয়েরা’ তাঁকে কোথাও কোনো অভিযোগ না করতে বলেছেন। ‘বড় ভাইদের’ কথা না শুনলে পরে ঝামেলা হতে পারে, এমন আশঙ্কা থেকে হয়তো সে (নিয়ামুল) কোনো অভিযোগ করার সাহস পাচ্ছে না। একই কারণে তদন্ত কমিটির কাছেও যাচ্ছে না। হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে। ‘বড় ভাইদের’ বিরুদ্ধে কোনো অভিযোগ করলে হল প্রশাসন নিয়ামুলের নিরাপত্তা দিতে পারবে না, এটা তো নিশ্চিত।

নিয়ামুলের বিষয়ে গতকাল বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহম্মেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের কিছু ছেলেপেলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখন একটা ছেলে একটু মাথা ঘুরে পড়ে যায়। তখন বন্ধুরা তাকে ডাবের পানি খাইয়ে তার কক্ষে রেখে আসে। তাকে হাসপাতালেও নিতে হয়নি, কোথাও নেওয়া হয়নি, কোনো রাজনৈতিক কর্মসূচিও ছিল না।’

নিয়ামুলের সঙ্গে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে দুই দফায় যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। একবার তাঁর ফোন ব্যস্ত দেখায়, আরেকবার বন্ধ পাওয়া যায়। তবে তিনি ক্যাম্পাসেই আছেন বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিজয় একাত্তর হলের টিভিকক্ষে ছাত্রলীগের ‘গেস্টরুম’ কর্মসূচি চলাকালে অতিরিক্ত গরমে অচেতন হয়ে পড়েন নিয়ামুল। সেখানে থাকা তাঁর একাধিক সহপাঠী প্রথম আলোকে বলেন, নিয়ামুল ও তাঁর সহাঠীদের ‘গেস্টরুমে’ অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখেন ছাত্রলীগের ‘বড় ভাইয়েরা’। তীব্র গরমে একপর্যায়ে শারীরিক অস্বস্তি অনুভব করেন নিয়ামুল। অস্বস্তির কথা ‘বড় ভাইদের’ বললেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে নিয়ামুল অচেতন হয়ে পড়ে যান। পরে সহপাঠীরা তাঁকে ধরাধরি করে তাঁর বিছানায় নিয়ে যান। সহপাঠীরা নিয়ামুলের মাথায় পানি দেন। এ ঘটনা যেন জানাজানি না হয়, সে জন্য তাঁকে হাসপাতালে নিতে নিষেধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিষয়টি জানাজানি হলে এ ঘটনা তদন্তে গতকাল বুধবার তিন সদস্যের একটি কমিটি করে দেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির।

ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো ছাত্রলীগের বিভিন্ন পক্ষ নিয়ন্ত্রণ করে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাত্রলীগ-নিয়ন্ত্রিত ‘গণরুমে’ থেকে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে অংশ নিতে হয়। ‘অবাধ্য’ শিক্ষার্থীদের ‘বিচার’ ও আদবকায়দা শেখানোর নামে মানসিক নিপীড়ন (কখনো কখনো শারীরিকও) করা হয় হলের টিভিকক্ষে কিংবা অতিথিকক্ষে, যা ছাত্রলীগের ‘গেস্টরুম’ কর্মসূচি নামে পরিচিত।