রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজায় কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে উড়ালসড়কের গুলিস্তান টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহাবউদ্দিন (৩৫)। তিনি টোল প্লাজার নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ইকবালকে আটক করেছে পুলিশ।
সহকর্মী সাজ্জাদুল ইসলাম জানান, তিনিসহ শাহাবউদ্দিন টোল প্লাজায় দায়িত্ব পালন করছিলেন। ভোরে টোল প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান শাহাবউদ্দিনকে চাপা দেয়। এতে তিনি নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহাবউদ্দিনের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।
সহকর্মীরা জানান, শাহাবউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তিনি ঢাকার কাপ্তানবাজার এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।