লাশ
লাশ

আদাবরে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু, অসুস্থ ৪০

রাজধানীর আদাবরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে কবির হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে পুরোনো সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে কবির অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও অন্তত ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় স্থানীয় ভাঙারি দোকানি কালু মিয়াকে আটক করেছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর গেটের কাছের ভাঙারি দোকানি কালু মিয়া গতকাল রাতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডারের মুখ খোলেন। এ সময় সিলিন্ডারটি থেকে গ্যাস বের হতে থাকে। গ্যাসের কারণে দোকানের পাশেই একটি প্রতিষ্ঠানের টিনশেড ঘরের প্রায় সব কর্মী অসুস্থ হন। কবির হোসেন ওই টিনশেড ঘরের এক কর্মীর আত্মীয়। তিনি বেড়াতে এসেছিলেন।

ওসি জানান, গ্যাস ছড়িয়ে পড়লে কবির হোসেনসহ অন্তত ৪১ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে কবির হোসেনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অন্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন শ্যামলী ২ নম্বর গেটের বাসিন্দা জাকির হোসেন। জাকির প্রথম আলোকে বলেন, কবির কাজের খোঁজে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে এসেছিলেন বলে তিনি শুনেছেন।

ওসি মাহবুবুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডারটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর বিষাক্ত গ্যাসের বিষয়ে জানা যাবে।