রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া যায়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদগেটের দিকের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তাঁরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন। এই প্রতিবেদক একজনের হাতে একটি পিস্তল দেখতে পান।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আশপাশের ভবনে গিয়ে বিক্ষোভকারীদের খুঁজতে থাকেন।
ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা ২৭ নম্বর সড়কের মাঝামাঝি চলে যান।
বাংলাদেশ আই হসপিটালের সামনেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে তাঁদেরও ২৭ নম্বর সড়ক ধরে এগোতে দেখা যায়।
আজ ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সংবাদ সংগ্রহ শেষে প্রথম আলোসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা সংবাদ লিখে অফিসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদেরও হুমকি-ধমকি দেন।