বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা, ৫ অক্টোবর
বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা, ৫ অক্টোবর

পার্বত্য চট্টগ্রাম নিয়ে নব বিক্রম কিশোর ত্রিপুরার সম্পাদিত বই

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন লেখা, গবেষণা, প্রবন্ধ ও স্মৃতিচারণা নিয়ে একটি সংকলিত বই প্রকাশিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরার সম্পাদনায় এ সংকলিত বইটির মোড়ক উন্মোচন হয়েছে আজ শনিবার।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ’ শীর্ষক এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে বইটির সম্পাদক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, বইটিতে অনেক পুরোনো লেখাও রয়েছে। বিদেশি অনেক লেখকের লেখা এই সংকলনে স্থান পেয়েছে।

বইটির আলোচনায় লিখিত বক্তব্য পড়ে শোনান লেখক–গবেষক সৈয়দ তারিক-উজ-জামান। তিনি বলেন, বইটিতে ১৮টি লেখা সংগৃহীত, সম্পাদিত ও সংকলিত হয়েছে। এতে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, নৃতাত্ত্বিক, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক বিষয়গুলো উঠে এসেছে। এ অঞ্চলের বাস্তবতা, অতীত থেকে পরিবর্তনের ধারাও ফুটে উঠেছে।

অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান আলোচনায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, এখনো আধিপত্যের মানসিকতা রয়ে গেছে। অন্যের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে। পাহাড়ে কারা দখল করছে, সে তালিকা প্রকাশ করা হোক। পার্বত্য চুক্তির ২৬ বছর হলেও এর বাস্তবায়নের কোনো সময়সীমা নেই। পাহাড়ে শান্তি বজায় রাখতে হবে।

সাংবাদিক সেলিম সামাদ পাহাড় নিয়ে নিজের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে নব বিক্রম কিশোর ত্রিপুরার সহধর্মিণী অনামিকা ত্রিপুরা সংগীত পরিবেশন করেন।