নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নিজেই বাসায় ফিরেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান ওরফে তানভীর। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাহমুদুল রাজধানীর উত্তরার পূর্ব আজমপুরের বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুয়েটের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুল হাসান বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকেন। গত শুক্রবার বিকেলে বাসা থেকে হলের উদ্দেশে বের হয়েছিলেন ২৪ বছরের এই তরুণ। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাহমুদুলের খোঁজ পেতে গত রোববার রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মা শারমিন সুলতানা।
গতকাল রাতে মাহমুদুল হাসানের মায়ের মুঠোফোনে কল করা হলে ধরেন তাঁর খালা কাকলী বেগম। তিনি বলেন, মাহমুদুল হাসান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় একটি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন। তিনি যখন বাসা থেকে বের হন, তাঁর পরনে ছিল ফরমাল প্যান্ট-শার্ট। কিন্তু চাকরির পরীক্ষার বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। সবাইকে তিনি চমক দিতে চেয়েছেন। সে জন্য নিজের মুঠোফোনও বন্ধ রেখেছিলেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে তিনি নিজেই ফিরে এসেছেন।
এদিকে নিখোঁজ মাহমুদুলের বিষয়ে খোঁজখবর নিতে আজ বুধবার পুলিশের একটি দলের বুয়েটে আসার কথা ছিল। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার বলেন, ‘মাহমুদুল সুস্থভাবে বাসায় ফিরেছেন। আমাদের একজন কর্মকর্তা তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় একটি পরীক্ষা দিতে যাওয়ার কথা বলেছেন।’