আইদেশির সেমিনারে তথ্য

জরায়ু ক্যানসারের টিকা পাবে ১ কোটি ২০ লাখ কিশোরী

জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টি বিষয়ে আইদেশি আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা।
ছবি: আইদেশির সৌজন্যে

‘স্কুলভিত্তিক এইচপিভি (জরায়ু ক্যানসার সৃষ্টিকারী ভাইরাস) সংক্রমণ, টিকাদান এবং জরায়ু ক্যানসার সচেতনতা প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)। এই সচেতনতামূলক কর্মসূচি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন আইদেশির লিড ও ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।

অনুষ্ঠানে বলা হয়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসব ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে জরায়ুমুখ ক্যানসার (সারভিক্যাল ক্যানসার) চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশি নারীদের ক্ষেত্রে এটা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় তিন লাখ মারা যান। এর প্রায় ৯০ শতাংশ মৃত্যুই বাংলাদেশের মতো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে। দেশে জরায়ুমুখের ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে সরকারের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুরুতে ঢাকা জেলার ২০ লাখ কিশোরী এ টিকা পাবে। পর্যায়ক্রমে অন্য জেলার প্রায় এক কোটি কিশোরীকেও এর আওতায় আনা হবে। ৫ম থেকে ৯ম শ্রেণি বা তার সমমানে পড়া সব ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী (যারা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে না) তারা এ টিকা নিতে পারবে।

অনুষ্ঠানে গাইনোলোকোলোজিক্যাল অনকোলোজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সাবেরা খাতুন ২০০৮ সালে প্রথমবারের মতো এইচপিভি টিকা বাংলাদেশে দেওয়ার তথ্য তুলে ধরেন। এইচপিভি ভাইরাস ও এর মাধ্যমে সৃষ্ট রোগ কীভাবে বাংলাদেশের জন্য বোঝাস্বরূপ, তা বিস্তারিতভাবে আলোচনা করেন।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রকল্প ব্যবস্থাপক এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ জানান, তাঁরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় পরিপূর্ণভাবে প্রস্তুত।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল প্যাপিলোমা ভাইরাস সোসাইটির নির্বাচিত এইচপিভি অ্যাম্বাসেডর কামরুন নাহার বলেন, এইচপিভি টিকা–সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে খুব পরিচিত নয়। শিক্ষিত কর্মজীবী নারীরাও খুব বেশি জানেন না এ সম্পর্কে। এটা মোটেও কাম্য নয়। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এ বিষয়ে জানতে হবে। কারণ, এইচপিভি ভাইরাস জরায়ু ক্যানসার ছাড়াও অন্যান্য ক্যানসারের জন্যও দায়ী।

আইদেশি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আইইডিসিআরের উপদেষ্টা মুশতাক হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন, সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সিরাজুল ইসলাম, সাবেক সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের প্রধান ডা. শাহ আলী আকবর আশরাফি, ইপিআই কর্মসূচির সাবেক প্রধান তাজুল ইসলাম এ বারি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তাঁদের উদ্দেশ্য হলো প্রাসঙ্গিক, সাধারণ ও সহজভাবে এইচপিভি টিকা সম্পর্কে তথ্য উপস্থাপন করা, যাতে সবাই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারেন এবং এইচপিভি টিকার ঝুঁকি ও সুবিধা সম্পর্কে সবাইকে সচেতন হতে পারেন।