মোমবাতি প্রজ্বালন করে ’৭১ ও ’২৪-এর শহীদদের স্মরণ করা হয়। ঢাকা, ১৬ ডিসেম্বর
মোমবাতি প্রজ্বালন করে ’৭১ ও ’২৪-এর শহীদদের স্মরণ করা হয়। ঢাকা, ১৬ ডিসেম্বর

বিজয় দিবস

শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়া জাতীয় নাগরিক কমিটির

বিজয় দিবসের প্রথম প্রহরে ’৭১ ও ’২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়ার আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভে এ আয়োজন করা হয়।

‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান/ লেখা আছে অশ্রুজলে’ গান পরিবেশনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে বিজয় দিবসকে স্বাগত জানানো হয়। স্বাগত বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। পরে ’৭১ ও ’২৪-এর শহীদদের স্মরণ করে তাঁদের জন্য দোয়া মোনাজাত করেন তিনি।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা স্বপ্ন দেখি এই নতুন বাংলাদেশে নতুন অর্থনীতির, নতুন বিচারকাজের, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন তরুণ প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, এমন একটি সংবিধান চাই, যা কোনো দলের হবে না। আমরা গর্ব করে বলতে চাই, আমরা এই বাংলাদেশের নাগরিক। কোনো দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ জীবন দেয়নি।’

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্যে আখতার হোসেন বলেন, ’৭১–এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, ’২৪–এ যারা অপরাধী, তাদেরও বিচার করতে হবে। তিনি বলেন, ‘আমাদের এই বিজয়, সবকিছুকে এত দিন ভারতের কাছে বন্ধক দেওয়া হয়েছিল।’

স্বাগত বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। ঢাকা, ১৬ ডিসেম্বর

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘একাত্তর সালে মুজিববাদ বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছিল। নব্বইয়ের গণ–অভ্যুত্থানও দুটি রাজনৈতিক দল চুরি করে নিয়ে গিয়েছিল। এ দেশের মানুষ ’২৪–এ এসে দেখিয়েছে তোমাদের আছে টাকা, আমাদের আছে রক্ত। এই হত্যার বিচার বাংলাদেশে হবে।

বিজয়ের দিনে আমরা শপথ নিচ্ছি, আওয়ামী লীগের বিচার আমরা করব, বিচারের পর তরুণ প্রজন্ম নির্বাচনে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, জাতীয় নাগরিক কমিটির সদস্য মানজুর আল মতিন, সারওয়ার তুষার, আকরাম হোসেন ও তাসনিম জারা।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। পরে ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসির দিকে যান জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।