রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। নাসির উদ্দিন (৪২) নামের ওই ব্যবসায়ী কারওয়ান বাজার এলাকা থেকে যাত্রীবাহী বাসে খিলগাঁও যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বুধবার রাত আটটার দিকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, নাসির উদ্দিন কারওয়ান বাজারে কাঁচামালের আড়তদার ছিলেন। বুধবার দুপুরে কারওয়ান বাজার থেকে দেড় লাখ টাকাসহ বাসে করে খিলগাঁওয়ের তালতলায় বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।


মোশারফ হোসেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা নাসিরের সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। বাসযাত্রীরা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়।

নাসির উদ্দিনের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবার নিয়ে খিলগাঁওয়ের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই সন্তান রয়েছে।