সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাঁটাবনের ভূমি অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. আলমগীর হোসেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করেন। আগাম নেন সাত লাখ টাকা। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দেওয়ায় নিউমার্কেট থানায় মামলা করেন প্রতারিত যুবক।
গ্রেপ্তারের সময় অভিযুক্ত আলমগীরের কাছ থেকে ভূমি মন্ত্রণালয়ের দুটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের একটি ভুয়া নিয়োগপত্র, তিন লাখ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুটি ভুয়া আবেদন ফরম, একটি মুঠোফোন, ১০ টাকা মূল্যের দুটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড, নগদ আড়াই হাজার টাকাসহ একটি মানিব্যাগ জব্দ করা হয়। গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি প্রতারণা মামলা রয়েছে।
আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার ওসি মহসিনউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতারক আলমগীরকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।