বাংলা একাডেমির লোগো
বাংলা একাডেমির লোগো

বাংলা একাডেমির পুনর্গঠিত নির্বাহী পরিষদের ঘোষণা

বাংলা একাডেমির পুনর্গঠিত নির্বাহী পরিষদের সদস্য হিসেবে ছয় ব্যক্তিকে আগামী তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি ২০১৩-এর ২৩(১) ধারার ‘ঘ’ এবং ‘ঙ’ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে তিন বছরের জন্য এই ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সেই পরিষদ বাতিল হলো।

পুনর্গঠিত নির্বাহী পরিষদের সদস্যরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফেরদৌস আজিম। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারপারসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উপমা কবির, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনিন্দ্য ইকবাল এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আরশাদ মোমেন।

গত বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। ফলে একাডেমির সভাপতির পদটি বর্তমানে শূন্য রয়েছে।

গত ৫ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। এর আগে গত ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হারুন-উর-রশীদ আসকারী। আওয়ামী লীগ সরকার পতনের পর নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।