মিরপুরের সড়ক থেকে তোশকে মোড়ানো নারীর লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর শাহ আলী এলাকার সড়ক থেকে তোশকে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

শাহ আলী থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তোশক দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারের সময় দেখা যায়, ওই নারীর হাত-পা গামছা ও তোয়ালে দিয়ে বাঁধা রয়েছে। মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে সড়কে ফেলে দেওয়া হয়েছে।

ফারুক হোসেন আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।