পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন–জিনিয়াস’ প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রথম অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
স্বাগত বক্তব্যে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, দেশে প্রকৌশলচর্চার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রকৌশলীদের মধ্যে সক্ষমতা বৃদ্ধি করতে এই আয়োজন।
তারপর জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে ইন–জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন।
ইউআইইউ পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আফজাল আহমেদ বলেন, ইন–জিনিয়াস প্রতিযোগিতা তরুণদের প্রকৌশল সক্ষমতাকে শাণিত করবে। এই প্রতিযোগিতার মাধ্যমে হাতে–কলমে শিক্ষার্থীদের প্রায়োগিক দিকটি বিকশিত হবে।
ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শিক্ষার পরিধি বিস্তৃত হচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ ধরনের প্রতিযোগিতা আমাদের দেশে আরও বেশি আয়োজন করতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি করে সম্পৃক্ত থাকতে হবে।’
জিপিএইচ ইস্পাতের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মামুন কবির জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেকসই নির্মাণের লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক, এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক টেকনোলজি–সমৃদ্ধ ফ্যাক্টরি স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ইউআইইউর পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান, অধ্যাপক ফারজানা রহমান, জিপিএইচ ইস্পাতের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ফিলিপ বড়ুয়া ও প্রথম আলো যুব কার্যক্রমের সহকারী ব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউর জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।
আয়োজকেরা আরও জানান, এই আয়োজনের নিবন্ধন কার্যক্রম চলমান আছে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করতে হবে।