ক্যাম্পাসের প্রধান ফটকে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ক্যাম্পাসের প্রধান ফটকে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত ১১টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক পর রাত ১২টার দিকে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরাও বিক্ষোভে অংশ নেন। তাঁরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ করেন।

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আসা এক বক্তব্যে শিক্ষার্থীদের পরোক্ষভাবে রাজাকার বলে অবমাননা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। কয়েকজন শিক্ষার্থী বলেন, সেই অসন্তোষ থেকে শিক্ষার্থীরা ১১টার পর ক্যাম্পাসে এসে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ শেষে রাত একটার দিকে ছাত্রীরা হলে ফিরে যান। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্ররা। পরে রাত সোয়া একটার দিকে তারাও ফিরে যান।