সুপার স্পেশালাইজড হাসপাতাল
সুপার স্পেশালাইজড হাসপাতাল

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল

জরুরি স্বাস্থ্য পরীক্ষা নিয়ে রোগীর স্বজনদের হট্টগোল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে জরুরি পরীক্ষা-নিরীক্ষা নিয়ে রোগীদের স্বজনেরা হট্টগোল করেছেন। আজ মঙ্গলবার রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জরুরি পরীক্ষার জন্য হাসপাতালে লোকজন ছিলেন না। এ নিয়ে রোগীর স্বজনেরা হট্টগোল করেন। পরীক্ষার জন্য অপেক্ষমাণ মানুষের অধিকাংশই ছিলেন ডেঙ্গু রোগী।

রোগীদের স্বজনেরা জানান, আজ সন্ধ্যায় ডেঙ্গু রোগীদের সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে ডেঙ্গু রোগীদের স্থানান্তর করা হয়। সেখানে মশার উপদ্রব আছে। তবে এ নিয়ে কোনো হট্টগোল হয়নি। মূলত পরীক্ষার জন্য প্রয়োজনীয় লোক না থাকা নিয়ে হট্টগোল হয়। পরে লোকজন এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের একজন প্রথম আলোকে জানান, রোগীরা তাঁদের কোনো অসুবিধার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি। যদি অসুবিধা হয়, সেটি বিবেচনা করা হবে।