‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা ও ভারতের আসাম ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস।
সোমবার অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচিত হয়।
বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।
বইটিতে নজরুলের বর্ণাঢ্য জীবনের জানা-অজানা নানা অধ্যায় ফুটে উঠেছে। বইটি প্রকাশ করছে পাঞ্জেরী। বিজ্ঞপ্তি