ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে হামলা চালায় দুর্বৃত্তরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে হামলা চালায় দুর্বৃত্তরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে ২০-৩০ জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ফুল ছিঁড়ে নষ্ট করা হয়। এ কারণে আজ শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি শিক্ষক সমিতি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ছিলেন। তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কোনো ক্লু (সূত্র) পেলে আমরা ব্যবস্থা নেব।’