জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার থেকেই নতুন সময়ে অফিস শুরু হয়েছে। সকাল ৮টা থেকে সরকার অফিস নির্ধারণের প্রথম দিনে বাসসংকটে অনেকেই যথাসময়ে অফিসে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে পড়েন।
এমন একজন শেখ মো. ইমরান। তিনি থাকেন রাজধানীর মিরপুরে। অফিস মতিঝিলে। অন্যান্য দিনের মতো পর্যাপ্ত সময় হাতে নিয়ে তিনি আচ সকালে বাসা থেকে বের হন। কিন্তু মিরপুর থেকে মতিঝিলের বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও পাননি। তারপর ফার্মগেট পর্যন্ত একটি বাসে আসেন। কিন্তু ফার্মগেটে এসেও বাস পাচ্ছিলেন না। মো. ইমরান বলেন, ‘অন্যান্য দিন যাওয়ার সময় ফার্মগেটে বাস লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখি। আজকে বাসই দেখছি না।’
মো. ইমরানের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন বাজে প্রায় ৭টা ৪০ মিনিট। তখনো বাস পাচ্ছিলেন না তিনি। মো. ইমরান বলেন, ‘মনে হচ্ছে না, সময়মতো অফিসে থাকতে পারব।’
এর পরপরই মতিঝিলগামী একটি বাস আসে ফার্মগেটে। সেটিও যাত্রীতে ভর্তি। বাসটি থামার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন যাত্রী বাসের দরজার সামনে গিয়ে দাঁড়ান। মো. ইমরানকে সামনের দিকে দেখা যায়। যাত্রী নামা শেষ হলে চাপাচাপি করে তাঁকে বাসে উঠতে দেখা যায়। তিনি যখন বাসে ওঠেন, তখন সকাল ৭টা ৪৪ মিনিট বাজে।
সকাল ৮টার পরও সরকারি অফিসের স্টাফ বাস রাস্তায় দেখা যায়। রাজধানীর পান্থপথসংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়। দেখা যায়, কর্মচারীদের নিয়ে পাউবোর স্টাফ বাস সকাল ৮টা ৩৮ মিনিটে পান্থপথ সিগন্যালে অপেক্ষা করছে। তার পাঁচ মিনিট আগে পানি ভবনের ভেতর এক কর্মকর্তাকে নিয়ে একটি ব্যক্তিগত গাড়ি ঢুকতে দেখা যায়।
আজ সকালে ফার্মগেটে দেখা যায়, সকাল ৮টায় অফিস হলেও বাস কম। যেসব বাস আসছিল, সব বাসেই যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। অনেককে বাস না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।