ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার সাততলা একটি বাড়ির ছাদ থেকে পড়ে আজ বৃহস্পতিবার বিকেলে অর্পণ কর্মকার নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পুরান ঢাকার বাংলাবাজারে ঢাকা কলেজিয়েট স্কুলে দশম শ্রেণিতে পড়ত।

অর্পণ তার মা–বাবা ও বোনের সঙ্গে শাঁখারীবাজারে কৈলাস ঘোষ লেনের একটি বাসার ষষ্ঠতলায় থাকত। তার বাবা দীপঙ্কর কর্মকার পেশায় স্বর্ণকার।

আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীপঙ্কর কর্মকার প্রথম আলোকে বলেন, আজ সকালে অর্পণের সঙ্গে তার বোনের কথা–কাটাকাটি হয়। পরে অর্পণ তার কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তিনি (বাবা) দুপুরে বাসায় ফিরে চাবি দিয়ে অর্পণের কক্ষের দরজা খুললে সে জোর করে আবার দরজা লাগানোর চেষ্টা করে। এ সময় দরজার ফাঁকে তাঁর (বাবা) হাতে চাপ লাগে। এতে তিনি অর্পণকে বকুনি দিলে বেলা সাড়ে তিনটার দিকে দৌড়ে সে ছাদে চলে যায়। একপর্যায়ে নিচে কিছু একটা পড়ার শব্দে ছাদে গিয়ে তিনি দেখেন, অর্পণ ভবনের নিচে পড়ে আছে।

হাসপাতালটির পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে অর্পণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।