রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় মাইক্রোবাসের ধাক্কায় আহত একজন নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম মো. ইউনুস (৬০)।

গতকাল রোববার মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় মো. ইউনুসকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় করা মামলায় গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক।

আজিজুল হক বলেন, ইউনুস বছিলার একটি বাসায় নিরাপত্তারক্ষী ছিলেন। গতকাল মধ্যরাতে মাইক্রোবাসচালক টুটুল মাতব্বর গাড়ি নিয়ে ওই বাসায় ঢুকছিলেন। বেপরোয়া গতিতে ঢোকার সময় প্রবেশপথের প্রধান ফটক ভেঙে ইউনুসের শরীরে গিয়ে আঘাত করে গাড়িটি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তারক্ষী ইউনুসের ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা জানতে পেরেছি, চালক টুটুল মাতব্বর যে মাইক্রোবাস চালাচ্ছিলেন, সেটির মালিক একজন পুলিশ কর্মকর্তা। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।’