নির্বাচন কমিশনের নির্দেশনার পর ৩৩ থানার ওসিকে বদলি করতে একটি তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে বদলির তালিকায় থাকা ওসিদের ঢাকাতেই রাখার প্রস্তাব করেছে ডিএমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে প্রথমে নির্দেশ দেওয়া হয়। অবশ্য পরে ওসিদের বদলির প্রস্তাব পাঠানোর সময় ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
ডিএমপির আওতাধীন থানা ৫০টি। এর মধ্যে অন্তত ২১ থানার ওসি ডিএমপিতেই দুই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৫ থেকে ১০ বছর পর্যন্ত ঘুরেফিরে ডিএমপির বিভিন্ন থানায় থাকছেন ১৩ ওসি। যদিও দেড় থেকে দুই বছরের মধ্যে থানার ওসিদের বদলির নিয়ম রয়েছে বলে জানান ডিএমপির সদর দপ্তরের কর্মকর্তারা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ৫০টি থানার মধ্যে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় পার করেছেন, তাঁদের বদলির তালিকায় রাখা হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ওসিদের বদলির আদেশ জারি করা হবে।
ডিএমপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, ওসিদের বদলির ক্ষেত্রে সংসদীয় আসনের সীমানা বিবেচনায় রাখা হয়েছে। যাঁদের বদলি করার প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁদের ঢাকার একটি সংসদীয় আসন থেকে আরেকটি সংসদীয় আসনে পাঠানো হচ্ছে। ডিএমপির আওতাধীন এলাকায় সংসদীয় আসন রয়েছে ১৫টি।
গত রোববার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, হঠাৎ ঢাকার বাইরে থেকে কোনো ওসিকে ডিএমপিতে এনে দায়িত্ব দেওয়া হলে কিছু বুঝে উঠতে পারবেন না। অভিজ্ঞতা কাজে লাগাতেই ওসিদের ঘুরেফিরে ডিএমপিতে রাখা হচ্ছে।