ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ওয়ার্ডে একযোগে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ সকালে বাড্ডা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। প্রথম দিনে ঢাকা উত্তর সিটির ১০ অঞ্চলেই একযোগে জনসচেতনতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সপ্তাহব্যাপী এ জনসচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মীর খায়রুল আলম বলেন, সিটি করপোরেশন নিয়মিতই মশা নিধনের কাজ করছে। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে যাওয়ায় বিশেষ মশকনিধন কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে দৈনিক মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাঠে আছে বিএনসিসি, স্কাউট এবং গার্লস গাইডের সদস্যরা।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘সাধারণত বাসাবাড়িতে জমে থাকা পানিতেই এডিস মশার জন্ম হয়। আমাদের কর্মীরা বাসাবাড়ির ভেতরে কাজ করতে পারে না। তাই নিজেদের বাসাবাড়িতে ফ্রিজ, এসি, ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
অভিযানে ম্যাজিস্ট্রেটরা প্রথমে সচেতন ও সতর্ক করবেন। এরপরও অবহেলার কারণে এডিসের লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের নিয়ে মেরুল বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা করা হয়। পরে কয়েকটি বাড়িতে প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা পরিদর্শন করেন। এ সময় প্রচারপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।