রাজধানীর মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং এলাকায় প্রাইভেটকারের চাপায় ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাকিবুল হাসান। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজন ও পুলিশ জানায়, শিশু সাকিবুলের পরিবার জনতা হাউজিং এলাকায় বসবাস করে। তাদের বাসার গেট থেকে বের হলেই গলির রাস্তা। বিকেল ৪টার দিকে শিশুটির ১২ বছর বয়সী ভাই ফাহিম বাসা থেকে বের হয়। শিশুটি তার পেছন পেছন বের হয়ে আসে। এ সময় একটি প্রাইভেটকার এসে শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাকিবুলের বড় ভাই ইমরান হোসেন জানান, তাঁর বাবার নাম জামাল উদ্দিন পেশায় ট্রাকচালক। চার ভাইয়ের মধ্যে সাকিবুল ছিল সবার ছোট। তাঁদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দায়ী চালক সুজন ব্যাপারীকে (৩২) আটক করা হয়েছে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।