রাজধানীতে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি হোটেলে ভারতীয় এক নাগরিক অসুস্থ হয়ে পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকবর আলী মণ্ডল (৩৮)।
গতকাল শুক্রবার দিবাগত রাত চারটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আকবর আলী মণ্ডলের বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামে।
অসুস্থ অবস্থায় আকবর আলী মণ্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে যান রহমান নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, ভারতীয় নাগরিক আকবরসহ ছয় বন্ধু মিরপুরের একটি হোটেলে ওঠেন। ঘুমের মধ্যে আকবর অচেতন হয়ে পড়েন। তাঁকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিবাগত রাত চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই শামসুন্নাহার আরও বলেন, ভারতীয় নাগরিকের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।