ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় হৃদয় (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরের স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
হৃদয় ঝিনাইদহের কালিগঞ্জে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকে পড়ত। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বানিয়া কান্দরে।
হৃদয়ের মামা নজরুল ইসলাম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বরাবর লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হৃদয়কে গত ১৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় হৃদয়ের রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ হওয়া সত্ত্বেও তার শরীরে দুই ব্যাগ ‘এ পজিটিভ’ রক্ত দেওয়া হয়। এরপর তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী।
হৃদয়ের বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর নাম নজরুল ইসলাম। হৃদয় দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।
রোগীর মামার করা অভিযোগের বিষয়ে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে জানতে চাওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, অভিযোগটি এখনো হাতে পাইনি। পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যাঁরা দোষী হবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’