পুরান ঢাকার বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই অবরোধ চলছে।
বিডিআর বিদ্রোহের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আজ বিচারকাজ চলার কথা। আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করেছেন। এতে আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের রাস্তায়ও যানজট দেখা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন অবরোধের বিষয়টি জানিয়েছেন। ওসি বলেছেন, আলিয়া মাদ্রাসার মাঠে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ সেখানে অবস্থান করছে।
পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে গতকাল সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা।
আজ শাহবাগ ব্লকেড করা হবে বলেও জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।