রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন ঢাকায় দুটি বাসসহ সারা দেশে অন্তত ১২টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ আরও তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেল।
গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান; পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া তিন দিনের অবরোধসহ গত ছয় দিনের (২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর) সহিংসতায় পুলিশের একজন সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন দিনের অবরোধে মারা গেছেন চারজন।