বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির মামলায় ছাত্র কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারের পর আজ শুক্রবার ওই ছাত্রকে আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই ছাত্রের নাম মেহেদী হাসান ওরফে সৈকত। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয়। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেদীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগী ছাত্রী গতকাল রাতেই রাজধানীর কোতোয়ালি থানায় মেহেদীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী ছাত্রী তাঁর কার্যালয়ে অভিযোগ দিলে তাঁরা মেহেদীকে আটক করে পুলিশে দেন। ছাত্রীর লিখিত অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ছাত্রীর করা মামলার বিষয়টি দেখবে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, এক ছাত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।