রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে তেজগাঁও বিজি প্রেসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম আলী হোসেন (১৬)। সে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। আলী হোসেন পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভাড়া বাসায় থাকত।
নিহত স্কুলছাত্রের বাবা আজমির মাদবর বলেন, তাঁর ছেলে সকালে বাসা থেকে ফার্মগেট এলাকায় কোচিংয়ের জন্য যাচ্ছিল। পথে বিজি প্রেসের সামনে কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজমির মাদবর বলেন, ঠিক কোন যানবাহনের ধাক্কায় তাঁর ছেলে নিহত হয়েছে, তা তিনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আলী হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবগত করা হয়েছে।
আলী হোসেনদের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তার বাবা আজমির মাদবর ঢাকায় একটি খাবারের দোকানে কাজ করেন। এক ভাই ও এক বোনের মধ্যে আলী হোসেন বড় ছিল।