দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ বানিয়ে বিক্রি করার অভিযোগে মো. আবু জাফর (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, কয়েকটি প্রতিষ্ঠান থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সনদ পাঠানো হয়। তারা এসব সনদ যাচাই–বাছাই করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়।
অনুরোধের পরিপ্রেক্ষিতে যাচাই–বাছাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত হয়, তাদের বিশ্ববিদ্যালয়ের নামে ইস্যু করা ওই সব সনদ জাল। পরে কর্তৃপক্ষ রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেন। সেই মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জাফর বিশ্ববিদ্যালয়ের জাল সনদ বানিয়ে ১২ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছেন।
ডিবি সূত্র জানায়, জাফর ২০১১ সালে পাবনার একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকায় এসে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। ২০২০ সালে চাকরি ছেড়ে কাপড় বিক্রি করতেন জাফর। পরের বছর পাসপোর্ট দালাল চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে এক বন্ধুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির সঙ্গে জড়িয়ে পড়েন আবু জাফর।