রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন ওরফে নিলয় (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী রুপা আক্তার (২৬)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েক পথচারী। চিকিৎসক পরীক্ষা করার রাত ১১টা ৫ মিনিটে শাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রুপার খালাতো বোন রিয়া আক্তার জানিয়েছেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজীর বাড়ির আবু ইউসুফের ছেলে শাখাওয়াত হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, থাকতেন ডেমরা স্টাফ কোয়ার্টারে। গত এপ্রিল মাসে রুপার সঙ্গে শাখাওয়াতের বিয়ে হয়। ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। পরে পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে রাখা হয়েছে।