পয়লা ফাল্গুন বসন্তের প্রথম সকালে শুক্লপক্ষের পঞ্চমী পূর্ণ তিথিতে বিদ্যাদেবীর বন্দনায় সরস্বতীপূজা উদ্যাপন করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবার ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলে ৩৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকালে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী ও অতিথিরা বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
বিভিন্ন বিভাগ নিজস্ব স্বকীয়তায় ফুটিয়ে তুলেছে নিজ নিজ মণ্ডপ। নজর কেড়েছে আইন বিভাগের মণ্ডপ। সেটি সুপ্রিম কোর্ট ভবনের আদলে করা হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব চৌধুরী বলেন, মণ্ডপে প্রতিমা স্থাপন, সাজসজ্জাসহ নানা রকমের আলপনা আঁকায় গত কয়েক দিন শিক্ষার্থীরা ব্যস্ত ছিলেন। প্রতিটি বিভাগ নিজেদের মণ্ডপ সুন্দর করতে ও অন্যদের থেকে আলাদা করতে চেষ্টা করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল, ইসলামিয়া হাইস্কুল, মুসলিম হাইস্কুল, কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজা হচ্ছে।