বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। গতকাল বুধবারের তুলনায় রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় দূরপাল্লার বাসও বেশি ছাড়ছে।
আজ রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে যানবাহন চলাচলের এই চিত্র দেখা গেছে।
ঢাকায় গণপরিবহনে চলাচলকারী একাধিক যাত্রী প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে তো অফিস বন্ধ দেয়নি। তাই অফিসে যেতেই হচ্ছে। আগের কয়েক দিন হরতাল–অবরোধে বাস পেতে কষ্ট হয়েছে। কিন্তু এখন বাস পাওয়া যাচ্ছে, তাই অফিসে যেতে সমস্যা হচ্ছে না।
ঢাকা-সাভার চলাচলকারী বৈশাখী পরিবহনের চালক মো. রবিন প্রথম আলোকে বলেন, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ বেড়েছে।
যাত্রীর সংখ্যা বাড়ায় দূরপাল্লা বাস বেশি চলছে। গাবতলী টার্মিনালে রাবেয়া পরিবহনের ব্যবস্থাপক অজয় দাস প্রথম আলোকে বলেন, অবরোধে গতকালও তাঁদের কোনো বাস চলেনি। ৩৫ জন যাত্রী নিয়ে আজ সকালে একটি বাস ছেড়েছে। আরেকটি বাস ছাড়ার প্রস্তুতি চলছে।
ঢাকা–শেরপুর রোডে চলাচলকারী সোনারবাংলা পরিবহনের ব্যবস্থাপক মো. হুমায়ের প্রথম আলোকে বলেন, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ একটু বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত তাঁদের ৩টি বাস ছেড়ে গেছে।