মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবালয়ে এলে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবালয়ে এলে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

পোশাক খাতকে উতরিয়ে পাটকে প্রধান রপ্তানি পণ্য করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

দেশের প্রধান রপ্তানিকারক শিল্প পোশাক খাতকে উতরে পাটকে ১ নম্বর রপ্তানি পণ্য হিসেবে ওঠানোর প্রতিশ্রুতি দিলেন নতুন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ রোববার প্রথম সচিবালয়ে এসে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফসহ অন্যরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
নানক বলেন, এর আগেও তিনি মন্ত্রিসভায় ছিলেন। ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। এবার নতুন যাত্রা। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব।

জাহাঙ্গীর কবির নানক বলেন, এখানে মাঠের মানুষের সঙ্গে যোগাযোগ হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ হবে। তিনি বলেন, পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে।

চলমান কাজ এগিয়ে নেওয়া হবে: সিমিন হোসেন রিমি

নতুন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, যেসব কাজ চলমান আছে, সেগুলো এগিয়ে নিতে কাজ করবেন তিনি। সিমিন হোসেন বলেন, আগেও নারী ও শিশু নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।

আজ সচিবালয়ে নিজের দপ্তরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিমিন হোসেন।