রাজধানীর ডেমরায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় ছাত্রদল ও যুবদলের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গত শুক্রবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ এবং বিএনপি কর্মী মাহাবুবুর রহমান।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ডেমরায় গত বছরের ২৮ অক্টোবর দিবাগত রাতে অছিম পরিবহনের বাসে আগুনে দেওয়া হয়। এতে বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী নাইম মারা যান। চালকের অপর সহকারী রবিউল অগ্নিদগ্ধ হন।
সিটিটিসির প্রধান বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি গাড়ি শনাক্ত করা হয়। গাড়ির সূত্র ধরে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ছাত্রদল নেতা নুরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।