রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার বিকেলে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। বেলা দুইটায় এই সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন। তিনি বলেছেন, এই সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন এই মন্তব্য করেন।
বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি করার জন্য পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা গতকাল বৃহস্পতিবার জানান যুবদলের সভাপতি।
আজকের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন বলেন, তাঁরা মনে করেন, দেশের অধিকারবঞ্চিত সব তরুণ এই সমাবেশে উপস্থিত হবে। আগামীকালের সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে।
ইতিমধ্যে পাঁচটি তারুণ্যের সমাবেশ হয়েছে জানিয়ে যুবদলের সভাপতি বলেন, এগুলো করার ক্ষেত্রে তাঁরা প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। তাঁরা গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে গিয়েছিলেন। তিনি মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন।
সুলতান সালাউদ্দিন বলেন, বর্তমান সরকারের কারণে ৪ কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাঁদের অধিকারের জন্য তাঁরা মাঠে নেমেছেন। তাঁরা সেসব মেধাবী তরুণদের পক্ষে মাঠে নেমেছেন, যাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু দলীয় বিবেচনায়, আওয়ামী লীগ না করার কারণে চাকরির ভেরিফিকেশনে বাদ দেওয়া হচ্ছে।
যুবদলের সভাপতি বলেন, ‘এভাবে যদি একটি দেশ চলে, আর প্রশাসন যদি মেধাহীনদের দিয়ে সাজানো হয়, তাহলে একসময় এই প্রশাসন ভেঙে পড়বে। এই তরুণদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনে নেমেছি।’
নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সুলতান সালাউদ্দিন বলেন, তারুণ্যের সমাবেশের কর্মসূচি শেষ করে তাঁরা আবার বসবেন। তখন নতুন কর্মসূচি ঠিক করবেন। সংবাদ সম্মেলন করে তা সবাইকে জানাবেন।
সংবাদ সম্মেলনে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ উপস্থিত ছিলেন।