সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। আগের দিন পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ও কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে তিন ও ঢাকার বাইরে সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ২১ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। এ সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ এবং পরের বছর ১০৫ জন।
শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও অন্য সময় দেখা যায় না। তবে এবার শীতেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।