কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকেরা
কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকেরা

কিশোর আলো–আগামীর অনন্যা অনুষ্ঠান হয়ে গেল রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে আজ বুধবার রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘আগামীর অনন্যা’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে আজ এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্ত্রীরোগবিশেষজ্ঞ লাবনী আক্তারের উপস্থিতিতে কিশোরীরা তাদের পিরিয়ড–বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চিকিৎসক এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। কিশোরীরা আগ্রহ নিয়ে তাদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এমজিআইয়ের অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে প্রদান করা হয়।

চিকিৎসকের সঙ্গে কিশোরীদের আলোচনা শেষে মঞ্চে ওঠেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও সাহিত্যচর্চা করতে তাঁরা উৎসাহিত করেন। এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানবৃদ্ধির জন্যও কিশোরীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠান শেষে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে। বুক ক্লাবের জন্য কথাসাহিত্যিক আনিসুল হক ১৫টি বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়। বুক ক্লাবের জন্য কথাসাহিত্যিক আনিসুল হক ১৫টি বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, দেশের ৭১ শতাংশ নারী তাদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এ সমস্যা সমাধানে এমজিআই ২০২৩ সালের মার্চ মাসে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসে, যার নাম ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ শাহনাজ বেগম

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজিআইয়ের জ্যেষ্ঠ নির্বাহী (ব্র্যান্ড) রাগীব হাছানুজ্জামান এবং কিশোর আলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সার্কুলেশন সেলস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক।