আন্তর্জাতিক নারী দিবস

আজ প্রথম আলোর বিশেষ আয়োজন ছায়ানটে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নানা শ্রেণি-পেশার নারীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। আয়োজনে সহযোগিতা করেছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং ‘সিটি আলো’। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে আজ বিকেল চারটায় অনুষ্ঠেয় এ আয়োজনে সফল অগ্রজ নারীদের সঙ্গে সম্মিলন হবে নবীন সফল নারীদের।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের সফল, সাহসী ও সংগ্রামী নারীরা। তাঁরা তাঁদের জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবেন সবার সঙ্গে। ভিন্ন পেশার নারীরা অনুপ্রাণিত করবেন আরও অনেককে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে সংগীতায়োজন।