রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলাতেও। সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। নিচতলা ও দ্বিতীয় তলার দোকানিরা মালামাল সরিয়ে নিচ্ছেন।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো (সকাল সোয়া ১০টা) নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের খবরে মার্কেটের সামনে ব্যবসায়ীরা ভিড় করছেন। সব হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ছেন। ব্যবসায়ীরা বলছেন, গতকাল শুক্রবারের বিক্রির সব টাকা ক্যাশে রাখা ছিল। মালপত্রও পুড়েছে, সঙ্গে লাখো টাকাও। ব্যবসায়ীরা বলছেন, ঈদের জন্য তাঁরা মালামাল তুলেছেন।
৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগুন লাগল রাজধানী আরেকটি মার্কেটে।