রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা’ সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার জজকোর্টের বাইরে থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে তাঁর রিমান্ড চাইবে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান আজ রাতে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাইল্লা সুমন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় খুন, অপহরণ, মাদকের কারবারসহ ২০টির বেশি মামলা রয়েছে। আগামীকাল একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সম্প্রতি মোহাম্মদপুরে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সুমন ও তাঁর সহযোগীরা জড়িত। সুমন কিশোর গ্যাং পরিচালনা করেন। মোহাম্মদপুরে জমি দখল ও মাদক কারবার করে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়েছেন।