সাভারের জাতীয় স্মৃতিসৌধ
সাভারের জাতীয় স্মৃতিসৌধ

২৬ মার্চ ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি সাভার স্মৃতিসৌধে যাওয়া-আসা করবেন। তাঁদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য আজ সোমবার দিবাগত রাত তিনটা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক ও ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিকল্প সড়ক:
যেসব যানবাহন ঢাকা থেকে গাবতলী, আমিনবাজার ও সাভার হয়ে আরিচার দিকে যাবে, সেসব যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আবদুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা থেকে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।