ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা এখন থেকে শুক্রবার তাঁদের গাড়ির জন্য জ্বালানি (তেল ও গ্যাস) পাবেন না। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়সহ সরকারের ব্যয় কমাতে মেয়র আতিকুল ইসলাম এ নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএনসিসির পরিবহন শাখা থেকে এ–সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। জরুরি সেবা, বর্জ্য পরিবহন ও মশকনিধনের কাজে নিয়োজিত গাড়ি ওই আদেশের আওতার বাইরে থাকবে।
ডিএনসিসি সূত্র বলছে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিটি করপোরেশনের আওতাধীন বেশির ভাগ গাড়ি চলাচল করে না। তবে যেসব কর্মকর্তার গাড়ি রয়েছে, তাঁরা ছুটির দিনে ব্যক্তিগত নানা কারণে গাড়ি নিয়ে বের হন। এ জন্য করপোরেশন থেকে জ্বালানি বরাদ্দ নেন তাঁরা।
অফিস আদেশে বলা হয়েছে, যদি কোনো কর্মকর্তা শুক্রবার গাড়ি ব্যবহার করেন, তাহলে জ্বালানির খরচ নিজেকে বহন করতে হবে। তবে সিটি করপোরেশনের কিংবা রাষ্ট্রীয় জরুরি কাজ বা বিশেষ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জ্বালানি দেওয়া হবে।
এর আগে গত ২৫ জুলাই মেয়রের নির্দেশে ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়েছিল।
ওই আদেশে বলা হয়, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানের সময় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরের এক ঘণ্টা বন্ধ রাখা, বৈদ্যুতিক বাতি অর্ধেক জ্বালাতে হবে। আর কক্ষে না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখতে হবে।