বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত ৮টা ২৫ মিনিটের দিকে মিরপুর–১ বেড়িবাঁধের নবাবের বাগ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি সেখানে দাঁড় করিয়ে রাখা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বাস দুটিতে কোনো যাত্রী ছিলেন না। তাই এ ঘটনায় কেউ হতাহত হননি।