ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির ৩২তম পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, সাবেক সভাপতি এ কে আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা অধ্যাপক হাবিবা খাতুন, অধ্যাপক নাজমা খান মজলিস, আবদুর রাজ্জাক, আবদুল আউয়াল হাওলাদার, অধ্যাপক মঞ্জুরুল আলম খান, আনোয়ারুল আলম চৌধুরী, মোল্লা আবু কাওসার, এ কে আজাদ ও রঞ্জন কর্মকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত যাঁরা এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তাঁদের এবং বিএ (অনার্স) ও মাস্টার্স শ্রেণিতে প্রথম স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া সমিতির সদস্যদের সন্তানেরা যাঁরা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এইচএসসিতে ভালো ফল করেছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে সমিতির দ্বিবার্ষিক সভায় শবনম শেহনাজ চৌধুরী দীপাকে সভাপতি ও মোহাম্মদ ছিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০২৩ ও ২০২৪ সালের জন্য ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। প্রায় দেড় হাজার সদস্যের অংশগ্রহণে এ আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় সন্ধ্যায়।