সড়ক দুর্ঘটনা

গণসংহতি আন্দোলনের নেতা আরিফুল বন্ধুসহ নিহত

গণসংহতি আন্দোলনের নেতা আরিফুল ইসলাম
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য আরিফুল ইসলাম (৪২) সড়ক দুর্ঘটনায় তাঁর এক বন্ধুসহ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে ইটবাহী ট্রাকের ধাক্কায় তাঁরা প্রাণ হারিয়েছেন।

রাজধানীর ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনের সড়কে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন হলেন আরিফুলের বন্ধু সৌভিক করিম (৪০)।

আরিফুল বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে (ইউপিএল) মার্কেটিং হেড হিসেবে কর্মরত ছিলেন। আর সৌভিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।

আরিফুল ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সৌভিক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) কারিবুল হাসান বুধবার প্রথম আলোকে বলেন, বাংলামোটরগামী মোটরসাইকেলটি নিউ ইস্কাটন রোডে ইউটার্ন নেওয়ার সময় মগবাজারগামী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এসআই কারিবুল হাসান জানান, আরিফুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন রাতে প্রথম আলোকে বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাক শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে হাতিরঝিল থানায় জাতীয় সড়ক নিরাপদ আইনে মামলা করা হয়েছে।

আরিফুল সপরিবার নিউ ইস্কাটন রোডের একটি বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারীতে। আর সৌভিক বড় মগবাজার এলাকায় থাকতেন। তাঁর বাড়ি নোয়াখালীতে।