ফেসবুকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর, ৫ ঘণ্টা পর মারা গেলেন জগন্নাথের শিক্ষার্থী

ফজলুল হক
ছবি: সংগৃহীত

দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘জ্বর ১০৪/১০৫—আলহামদুলিল্লাহ।’ রোববার লেখেন, ‘অবশেষে সদর হাসপাতাল, নড়াইল। মেডিসিন ওয়ার্ড।’ পরে আবার লেখেন, ডেঙ্গু।

এভাবে নিজের শারীরিক অসুস্থতার কথা প্রিয়জনদের জানানোর চেষ্টা করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফজলুল হক। সর্বশেষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করলেন। সেই সঙ্গে চিরদিনের জন্য স্বজনদের ছেড়ে চলে গেলেন তিনি।

ফজলুল নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি।

রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক মারা যান। পরিবারের বরাত দিয়ে তাঁর সহপাঠীরা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফজলুল নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।